ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইবি ছাত্রের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৫ PM
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর ইসলামাবাদ গ্রামের শিশ মোহাম্মদের ছেলে।
পরিবারের বরাত দিয়ে রাকিবের সহপাঠীরা জানায়, প্রায় ১০ বছর আগে রাজশাহীর নওদাপাড়া মাদরাসায় অধ্যয়নরত অবস্থায় তার প্রথম ক্যান্সার ধরা পড়ে। তখন চিকিৎসায় প্রায় সুস্থ হয়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ২০১৬ সালে আরেকবার অসুস্থ হয়ে পড়লে সেবারও চিকিৎসা নিয়ে একটু সুস্থ হন রাকিব।
কিন্তু প্রায় ১৫ দিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন রাকিব। এ সময় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মারা যান।
আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আব্দুর রাকিবের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তার মৃত্যুতে আমাদের বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে এবং দেশ একজন দক্ষ নাগরিককে হারালো। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন।