একদিনের বিরতির পর ফের মাঠে নামছে ববি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা   © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনার অভিযুক্ত পরিবহন শ্রমিক সমিতির নেতা কাউসার হোসেন শিপনের গ্রেফতারের দাবিতে আজ সোমবার বিক্ষোভ মিছিল, পোস্টার প্রেজেন্টেশন ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবে শিক্ষার্থীরা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় আমাদের আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার দুপুর ২টায় আমরা বিক্ষোভ মিছিল করবো, প্রোস্টার প্রেজেন্টেশন করবো এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবো।

তিনি জানান, যতক্ষণ না শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মূল হোতা কাউসার হোসেন শিপন গ্রেতফার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

গতকাল রবিবার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বড় ধরনের সব কর্মসূচি স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। একদিনের বিরতি শেষে ফের মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে, গতকাল রবিবার দিবাগত রাতে বরিশাল শহরের বিভিন্ন মেসে নিরাপত্তাহীনতার কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে রাত কাটিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী সিয়াম জামান বলেন, অপরাধীরা এখনো গ্রেফতার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমাদের ভার্সিটির সামনে ছাড়া অন্য কোথাও নিরাপত্তা নেই। অন্য দিকে প্রশাসনও আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে হল খুলে দিচ্ছে না। বারবার অনুরোধ করার পরেও না। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এখানে রাত কাটানো ছাড়া উপায় নাই।


সর্বশেষ সংবাদ