এমন বৃষ্টি চলতে পারে কতদিন—জানাল আবহাওয়া অফিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মে ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ০৭ মে ২০২৪, ১২:১৮ AM
একটানা রেকর্ড তাপদাহের পর রোববার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মেলে। প্রচণ্ড গরমে জনজীবনে কিছুটা ‘স্বস্তি’ আসে তাতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশজুড়ে আগামী সাত দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবণতা থাকবে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সোমবার (৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, “সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ছিল বেশি। আগামী সাত দিনও সারা দেশে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে।” সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে কালবৈশাখি ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে নদ-নদীর বিষয়ে ধারণা দিয়ে জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় (সোমবার) মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে। নেত্রকোণা ও কিশোরগঞ্জের প্রধান নদ-নদীর পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।