রাবি শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বগুড়ার বগুড়ার শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আব্দুর রহমান।

জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আব্দুর রহমান নিজ বাড়ি শাজাহানপুর থানার পলিপলাশ গ্রাম থেকে রাজশাহী যান। গত শুক্রবার সকালে মুঠোফোনে তিনি তার বাবাকে জানান, সকাল ৮টার দিকে তিনি বাড়ি রওনা দেবেন এবং আনুমানিক দুপুর একটায় বাড়ি পৌঁছাবেন। পরে বাড়ি ফিরতে দেরি হলে তার পরিবার মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত। তাকে দ্রুত খোঁজে বের করার চেষ্টা করছি’।


সর্বশেষ সংবাদ