সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চবি শাখার নতুন কমিটি

  © টিডিসি ফটো

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে মানবাধিকার সংগঠনটি। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এফতেসির সোবহান মারুফ।

গত ৪ জুলাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি আব্দুস সালাম ও মহাসচিব জাভেদ আলী ২৯ সদস্যের এই কমিটি অনুমোদন দেন। তবে কমিটির অনুমোদন পত্র বিশ্ববিদ্যালয়ে শনিবার এসে পৌঁছায়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক এফতেসির সোবহান মারুফ বলেন চবি ক্যাম্পাস সুষ্ঠু রাখতে, ছাত্র-ছাত্রীদের যে কোন অধিকার আদায় এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনজনিত কিছু ঘটে থাকে, এমতাবস্থায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে।

প্রসঙ্গত অসহায়, নির্যাতিত নারী পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সকলকে আইনগত সহযোগিতা দিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে থাকে।


সর্বশেষ সংবাদ