জবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৭:১৮ PM , আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:১৮ PM
‘মানবিক সম্পর্কের গুরুত্ব সম্পর্কে উৎসাহ’ এই স্লোগানকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সমাজকর্ম সমিতি, সমাজকর্ম বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে র্যালিটি কলা ভবন প্রাঙ্গন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সহ বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।