একুশে ফেব্রুয়ারিতে একগুচ্ছ কর্মসূচি আরবি বিশ্ববিদ্যালয়ের

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এদিন প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ্’র নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও রয়েছে আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘ভালোবাসি মাতৃভাষা’র ওপর প্রবন্ধ পাঠ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২১ ফেব্রুয়ারি আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, ভাষার গান, প্রতিযোগিতা: প্রবন্ধ রচনা, নির্ধারিত কবিতা আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন ট্রেজারার এস.এম. এহসান কবীরসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক, উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সর্বশেষ সংবাদ