গাজায় গণহত্যা

যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে লংমার্চ করবে জবি

মার্কিন ও সৌদি দূতাবাস
মার্কিন ও সৌদি দূতাবাস  © সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং স্মারকলিপি দিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাস অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লংমার্চ শুরু হবে বলে জানানো হয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ এবং ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ কর্মসূচির পরিকল্পনা ও প্রস্তুতি চূড়ান্ত করা হয়।

আরো পড়ুন: জবি ‘বি’ ইউনিটের আসন পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইসউদ্দীন বলেন, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই, মানুষ হওয়াই যথেষ্ট। গাজায় ফিলিস্তিনিদের মুক্তি এবং মানবতার বিজয়ের লক্ষ্যে আমরা লংমার্চের উদ্যোগ নিয়েছি। যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে গিয়ে আমরা স্মারকলিপি প্রদান করবো। আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।’

শিক্ষক সমিতির সদস্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘যেহেতু অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হেঁটে অংশগ্রহণ করবে, তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষ্য হলো ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্মভূমি রক্ষার সংগ্রামে সংহতি প্রকাশ করা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘শিক্ষক সমিতির এমন সাহসী উদ্যোগের জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। আজ ফিলিস্তিনের ভূমি দুধের শিশুর রক্তে ভিজে যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। এমন সময়ে শিক্ষক সমিতির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সকলে লংমার্চে অংশগ্রহণ করবো। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাই।

গাজাবাসীর ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ