ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুরক্ষায় মধ্যরাতে প্রক্টরের টহল

টহল দিচ্ছেন প্রক্টর
টহল দিচ্ছেন প্রক্টর  © টিডিসি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যেকোনো অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা এড়াতে সিকিউরিটি সেলের সঙ্গে মধ্যরাতে টহলে নেমেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মধ্যরাতে প্রক্টর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাস ছুটি থাকাকালীন সময়ে চুরিসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং যথাযথ ক্যাম্পাস সুরক্ষায় প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করা হবে।

কয়েক দিন আগে পাওয়া এক তথ্যের কথা উল্লেখ করে প্রক্টর বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে আবাসিক হলের আশপাশে রাতে নেশা করে বহিরাগতরা। আমরা তথ্য পেয়েই সেসব জায়গা অভিযান চালিয়েছি। তবে বন্ধকালীন কোনো অপ্রতিকার ও চুরির ঘটনা ঘটেনি।’

অভিযানে আরও ছিলেন নিরাপত্তা সেলের সহকারী কর্মকর্তা জনি আহমেদ, নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম, আনসার পিসি (কুষ্টিয়া) মো. আলতাফ হোসেন, আনসার পিসি (ঝিনাইদহ) মিছিল শ্রী মনোজিৎ বালা প্রমুখ।


সর্বশেষ সংবাদ