নাম পরিবর্তনে সনদ বিড়ম্বনায় ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

ডিজিটাল ইউনিভার্সিটি
ডিজিটাল ইউনিভার্সিটি  © সংগৃহীত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের পর সনদ তুলতে গিয়ে বিভিন্ন জটিলতা ও বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন গ্র্যাজুয়েটরা। নাম পরিবর্তনের ফলে প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নতুন নামে সনদ না দেওয়াসহ বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, গ্র্যাজুয়েশন শেষ করার আট মাস পেরিয়ে গেলেও এখনো আমাদের সার্টিফিকেট দিচ্ছে না বিশ্ববিদ্যালয়। পুরোনো এবং নতুন নামের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কিছু শিক্ষার্থীকে পুরোনো নামে এবং অন্যদের নতুন নামে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা একাধিকবার আবেদন করলেও প্রশাসন স্পষ্ট নির্দেশনা দিতে পারছে না। 

২০১৮-১৯ শিক্ষাবর্ষের রোবোটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জোনায়েদ ইদমাম বলেন, আট মাস আগে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কাগজ পাইনি। বিশ্ববিদ্যালয় এখন কোনো সনদ দিতে চাচ্ছে না শিক্ষার্থীদের আন্দোলনের কারণে। 

আরো পড়ুন: নাম পরিবর্তনে সনদ বিড়ম্বনায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোহাম্মদ আতাউর রহমান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আগের পেপারগুলো তৈরি করা ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে নাম পরিবর্তনের কারণে সেগুলো দিতে পারছি না। সার্টিফিকেট তৈরির টেন্ডার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। 

তিনি আরো বলেন, এ ছাড়াও শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের পছন্দের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার জন্য। তাই একটু দেরি হচ্ছে। তা-ও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের যতটুকু সহযোগিতা করা যায় তা করার। 

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করতে হবে।


সর্বশেষ সংবাদ