বেরোবিতে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এই পরীক্ষা।
পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ভিড় জমান। তারা বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ এমন নিরাপত্তা দেওয়ার জন্য। ছেলে-মেয়েদের আলাদা করে শৃঙ্খলা রক্ষা করে প্রবেশের জন্য জায়গা করে দিয়েছেন। আশা করি ভালোভাবে আমাদের সন্তানরা পরীক্ষা দিয়ে বের হবে।’
পরীক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা হওয়াতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। কারণ রংপুর শহরের শুরুতেই বিশ্ববিদ্যালয়টি, যা আমাদের সময় সময় মতো উপস্থিত হয়ে সাহায্য করে। শহরের কোনো যানজট পোহাতে হয়নি৷ সব মিলায়ে পরীক্ষা ব্যবস্থা সন্তোষজনক ছিল।’
আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, নোবিপ্রবি শিক্ষক বরখাস্ত
বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই ঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাই বদ্ধপরিকর।