খুবির পেছনে থাকা হোটেলের বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশতাধিক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ PM

ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি হোটেল থেকে এই বিরিয়ানি ক্রয় করা হয়েছিল বলে জানা গেছে।
জানা গেছে, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপিঠ থেকে দুটি বাসে করে ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে পিকনিকে যান। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি হোটেল থেকে চিকেন বিরিয়ানি ক্রয় করেন। পরে তারা পার্কে গিয়ে দুপুর ২টার দিকে খাবার খান। এর ঘণ্টাখানেক পরেই অধিকাংশের বমি এবং ডায়রিয়া দেখা দেয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই কেউ কেউ বমি করছে। অনেকেই অজ্ঞান হয়ে পড়েছেন। কারো কারো পেটে ব্যথা শুরু হয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থীসহ অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বয়স্কদের অবস্থা আশঙ্কাজনক।