মন্ত্রণালয়ের আশ্বাসেও অনড় তিতুমীরের শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ PM

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রায় ৩০ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি নিয়ে কথা বলতে আসেন। এসময় তিনি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনশন কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের বারবার আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবি জানাতে থাকেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ঘোষণা করার ক্ষমতা আমার হাতে নেই। এটি ড. ইউনুস ঘোষণা করতে পারবেন। আমি তোমাদের দাবিগুলো মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের কাছে আন্তরিকভাবে পৌঁছে দেব।’
এরপর তিনি শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তার কথায় সম্মতি না দিয়ে ‘না, না’ স্লোগান দিয়ে গণঅনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এখন পর্যন্ত অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও ২ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের (২০২০-২১) সেশনের রানা আহমেদ, গণিত বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম ও মার্কেটিং বিভাগের (২০২১-২২) সেশনের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ।
এর আগে, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে এই কর্মসূচি পালন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। পাশাপাশি আজ সকালে দুপুর ১২টার দিকে কলেজের মূল ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো: তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল' এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।
এছাড়াও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।