কুবিতে ছাত্রলীগ কর্মী আটক করে মারধর, পরে পুলিশে সোপর্দ

আটক ছাত্রলীগ কর্মী
আটক ছাত্রলীগ কর্মী  © টিডিসি ফটো

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী অর্ণব সিংহ রায়কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (১২ জানুয়ারি) মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, অর্ণব সিংহ রায় গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। আজ পরীক্ষার দিন ক্যাম্পাসে তার উপস্থিতি টের পেয়ে শিক্ষার্থীরা তাকে ধরতে গেলে তিনি বিভাগের একটি ওয়াশরুমে প্রায় দুই ঘণ্টা লুকিয়ে থাকেন। পরে বিভাগের প্রধান তাকে প্রক্টর অফিসে নিয়ে এলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। উত্তেজিত শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিস থেকে বের করে নিয়ে মারধর করে এবং পুলিশের কাছে সোপর্দ করে।

এক শিক্ষার্থী জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অর্ণব সরাসরি জড়িত ছিল। আজ ক্যাম্পাসে তাকে দেখা মাত্র আমরা ধরতে চাই। সে ওয়াশরুমে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির বলেন, অর্ণব সিংহ রায় ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত এবং আন্দোলনের সময় একাধিকবার শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। আমরা মনে করি, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই বোরহান বলেন, অর্ণব সিংহ রায়ের বিরুদ্ধে আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ