বুয়েটে হ্যাকাথনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম 'কোয়ান্টাম গাইজ'
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০১:২২ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০১:২২ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত হ্যাকাথনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘কোয়ান্টাম গাইজ’ এআই এপিআই সেকশনে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বুয়েটের দুটি টিম।
কোয়ান্টাম গাইজ টিমের সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসাইন, মো. ফারহান মাসুদ সোহাগ ও ১৬ তম ব্যাচের মুয়াম্মার তাজওয়ার আসফি।
এর আগে, গত ২৪ ও ২৫ অক্টোবর বুয়েটে এই হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, এবং সাস্টসহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দল অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে ২০০টিরও বেশি দল অংশ নেয়, যার মধ্যে ৪০টি দল মূল পর্বে উত্তীর্ণ হয়। এবারের চ্যালেঞ্জ ছিল একটি এআই ভ্রমণ পরিকল্পনাকারী তৈরি করা, যা ব্যবহারকারীর গন্তব্য এবং পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবে।
টিম লিডার জাহাঙ্গীর হোসাইন জানান, ‘বুয়েটের হ্যাকাথন বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতার একটি। গতবারের পরাজয়ের পর এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম। শুরুতে কিছুটা সমস্যার মুখোমুখি হলেও আমাদের টিমওয়ার্কের মাধ্যমে দ্রুত সমাধান করতে সক্ষম হই এবং নির্ধারিত সব টাস্ক সম্পন্ন করার পর অতিরিক্ত কিছু ফিচারও যোগ করি, যা আমাদের প্রজেক্টকে আরও শক্তিশালী করে তোলে।’
এবারের চ্যালেঞ্জ ছিল একটি এআই চালিত ট্যুর প্ল্যানার তৈরি করা, যা ব্যবহারকারীর গন্তব্য ও পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবে। এতে খাবার, আবাসন, খরচসহ সব প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এই প্ল্যানার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সতর্কতা দিতে পারবে এবং ভ্রমণ সম্পর্কে স্বয়ংক্রিয় ব্লগ তৈরি করতে সক্ষম হবে।