জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অবলম্বনে নাটক তৈরি মহিউদ্দিন রনির

অভিনয়ে মহিউদ্দিন রনির
অভিনয়ে মহিউদ্দিন রনির  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের পরিচিত সমাজকর্মী ও আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবার হাজির হচ্ছেন মঞ্চ নাটক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ১৮তম কেন্দ্রীয় নাট্যোৎসবের সমাপনী দিনে (১৩ ডিসেম্বর) মঞ্চস্থ হবে তার নির্দেশিত নাটক `সব পাওয়ার মন্ত্র'।

নাটকটি প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে। নাট্যোৎসবটি বিভাগীয় স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত হয়েছে, যেখানে মোট ১৮টি নাটক মঞ্চস্থ হয়েছে।  

বর্ষীয়ান নাট্যকার যতীন সরকারের রচিত নাটক সব পাওয়ার মন্ত্র অবলম্বন করে, সাম্প্রতিক বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলিকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। নাটকের নির্দেশনা ছাড়াও এতে অভিনয় করেছেন মহিউদ্দিন রনি।  

রনি নাটক সম্পর্কে বলেন, এই নাটকটি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মূল্যবোধ ও সাহসিকতাকে ধারণ করে নির্মিত। এর মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান-পতনের প্রতীকী চিত্র অঙ্কিত হয়েছে। আশা করি, দর্শকরা নাটকটি দেখে বিপ্লবের মন্ত্র শিখবে এবং নিজের ভূমিকা অনুধাবন করবে। 

নাটকটিতে কল্পিত অচলগিরি রাজ্যের গল্প বলা হয়েছে, যেখানে রাজার একক আদেশে জনগণের জীবিকার প্রধান উৎস একটি পাহাড় সরানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ দানা বাঁধে। এ বিদ্রোহকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারী গোষ্ঠীও ফায়দা লোটার চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রজাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে স্বৈরাচারী রাজতন্ত্রের পতন ঘটে এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়।  

নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা আফরিন মীম, সাদমান মুবতাসিম আদীব, সানজিদা জামান স্নেহা, খালিদ মাহমুদ খান আবির, নুসরাত জাহান সাদিয়া, মেজবাহুল ইসলাম, নীহারিকা নীরা, তানজিমা পাঠানসহ আরও অনেকে।  

মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাদমান মুবতাসিম আদীব, আলোক পরিকল্পনায় শেখ মুমতারিণ অথৈ, সংগীতে নীহারিকা নীরা ও মেজবাহুল ইসলাম, পোশাক পরিকল্পনায় ফারজানা আফরিন মীম, এবং দ্রব্যসামগ্রী পরিকল্পনায় সানজিদা জামান স্নেহা ও খালিদ মাহমুদ খান আবির।  

১৮তম বার্ষিক নাট্যোৎসবটি ৩ ডিসেম্বর শুরু হয়েছে, যা থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে উদযাপিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ