সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ  © সংগৃহীত

সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান অনেক সাংবাদিক। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। তাদের মধ্যে পাঁচ জনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। 

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আজ বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। প্রাণঘাতী হামলার পাশাপাশি সাংবাদিকদের নানাভাবে হয়রানি, শারীরিক আঘাত এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার পরই আসে পাকিস্তানের নাম। সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন সেখানে। আর তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ, তার পরেই মেক্সিকো।

২০২৩ সালে একই প্রতিবেদনে (জানুয়ারি-ডিসেম্বর) উল্লিখিত নিহতের সংখ্যা ছিল ৪৫।


সর্বশেষ সংবাদ