শেকৃবিতে ‘আলোকিত মানুষ’ এর দায়িত্বে তুহিন-জুলফিকার
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩০ PM
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মানবিক সংগঠন ‘আলোকিত মানুষ’ এর নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. তাজিজুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক ৩য় বর্ষের শিক্ষার্থী হয়েছেন জুলফিকার আলী।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে আলোকিত মানুষ।
সভাপতি তাজিজুল ইসলাম তুহিন বলেন, আলোকিত মানুষ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন এর কার্যক্রমের মধ্যে আছে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, সুবিধাবঞ্চিত মানুষদের ত্রাণ বিতরণ, শীতার্ত মানুষদের কম্বল বিতরণ সহ আরও কিছু মানবিক কাজ। আমি ২০২০ সাল থেকে এই সংগঠনে যুক্ত আছি, কাজ করে গেছি। চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে, যার কারণে সংগঠনের সিনিয়ররা আমাকে এই বড় দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করবো এই দায়িত্ব সঠিকভাবে পালন করার। এই সংগঠন এর কাজগুলোর পরিসর আরও বৃদ্ধি করার। সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। ঢাকা শহরের বাহিরেও শীতার্ত মানুষদের কাছে, অসহায় মানুষদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমি দায়িত্ব হাতে নিলাম। সকল আলোকিত সদস্যের সহযোগিতা কামনা করছি।
দরিদ্র জনগোষ্ঠী ও পথ শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘আলোকিত মানুষ’। সারা বছর পথ শিশুদের জন্যে তৈরি করা স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের নতুন বই, জামা-কাপড় কেনা, ঈদের সময় হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় বাজার এবং প্রতিবছর শীতে গরম কাপড় নিয়ে দরিদ্রদের পাশে থাকে সংগঠনটি।