সব ফাজিল-কামিল মাদ্রাসা বন্ধ ঘোষণা

  © সংগৃহীত

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারসমর্থক সংগঠনের কর্মীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীসহ ছয়জনের প্রাণ গেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।  এ অবস্থায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।  

আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম  এক বিজ্ঞপ্তিতে এ বন্ধের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ