কর্মস্থলে হার্ট অ্যাটাকে মারা গেলেন জবির সাবেক ছাত্র সামিউল

সামিউল খান সামি
সামিউল খান সামি  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ২টায় নিজ কর্মস্থল ময়মনসিংহে স্ট্রোকে করেন তিনি।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার নাম সামিউল খান সামি। তার নামাজে জানাজা আজ যোহরের নামাজের পরে নিজ বাড়ি কসবার শিকারপুর খান বাড়িতে অনুষ্ঠিত হবে।

সামিউল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন সামি। আকিজ গ্রুপ/ আবুল খায়ের গ্রুপে তিনি চাকরি করতেন। সামিউল খান সামি আগে থেকে উচ্চ রক্ত চাপে আক্রান্ত ছিলেন।

সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকালে শুনেছি, সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায় আত্মার মাগফেরাত কামনা করছি।


সর্বশেষ সংবাদ