প্রতিবেশীর হামলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্তনা রাণী দাস ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে তাদের কয়েকজন প্রতিবেশী। হামলায় উক্ত শিক্ষার্থী, তার মা ও তিন বোন গুরুতর আহত হয়ে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে।
শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। দুপুরে খাবার খাওয়ার সময়ে তাদের সাথে হঠাৎ করে ঝগড়া শুরু করে এবং মুহুর্তেই শিশুসহ সবার উপর হামলা শুরু করে।
আহত শিক্ষার্থী শান্তনার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, “শুক্রবার দুপুরে আমি খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে এসে খারাপ কথা শুরু করেছিল গোলাম, ভোলা, মানিক, রতন ও তাদের ছেলেরা। তারপর মুহুর্তেই তারা ১০-১২ জন আমাদের পরিবারের সবার উপর হামলা শুরু করে।”
শান্তনা আরও জানায়, “এর আগেও আমাকে একবার শাসিয়েছিল তারা। বলেছিল, কলেজ-ভার্সিটিতে পড়তে যাস। আমরা একটা চোখের ইশারা দিলেই তোকে শেয়াল কুকুরের মতো ছিড়ে খাবে। তারা চায় জোর-জুলুম-অত্যাচার করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে সহজেই তা ভোগ-দখল করতে পারবে।”
জানা যায়, হামলাকারী গোলাম, ভোলা, মানিক, রতন পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা। হামলার শিকার হয়ে শান্তনার পরিবার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, তারা তো আমার কথা শুনবে না। তোমরা নিজেরা যা করতে পারো তা করো। এ বিষয়ে শাহজাদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলায় দায়ের করা মামলার বিষয়ে শাহজাদপুর মডেল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আনিছ জানান, তাদের অভিযোগের সাপেক্ষে পুলিশি অভিযানে গোলাম হায়দার নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।