কর্মকর্তাদের ‘স্যার’ ডাকবেন না ববি শিক্ষার্থীরা, অবরুদ্ধ রেজিস্ট্রার

ববি রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ববি রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদারকে এক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩১ জুলাই) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিস কক্ষে অবরুদ্ধ হন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ১৭ দফা দাবি পেশ করে বিশ্ববিদ্যালয় ৩৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে শিক্ষার্থী কর্তৃক 'স্যার' সম্বোধন থেকে বিরত থাকা, শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা দ্রুত সমাধান করা এবং বিশ্ববিদ্যালয় থেকে সম্পদ চুরির দায়ে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রেজিস্ট্রারকে অবরুদ্ধ রেখে আন্দোলন করে শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম বলেন, গত বৃহস্পতিবার রেজিস্ট্রার স্যারের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ গিয়ে বিভিন্ন দাবি পেশ করেন। কিন্তু তিনি সেগুলোর বাস্তবায়নে উদ্যোগী না হলে বাধ্য হয়ে আজ তাকে অবরুদ্ধ করা হয়।

আরও পড়ুন: জাতীয়করণ: কাফনের কাপড় পরে আমরন অনশন শুরু কাল

এর আগে উপাচার্যের কাছে ১৭ দফা দাবি পেশ করার ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার ভিসি স্যারের কাছে জানিয়েছেন। তাদের সকলের দাবিগুলো সমন্বিত করে ১৭টি মূল দাবি তার কাছে তুলে ধরা হয়েছে। 

অবরুদ্ধ হবার ব্যাপারে রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে দুপুরে আমার অফিস কক্ষে এসেছিল। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারা বলেছে আমাকে এক ঘন্টা অবরুদ্ধ রাখা হচ্ছে। 

এদিকে ১৭ দফা দাবির ব্যাপারে উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বেলা ১টার দিকে বিভিন্ন দাবি নিয়ে আমার কাছে এসেছিল। তারা সেগুলো পড়ে শুনিয়েছে এবং লিখিত দিয়ে গেছে। যৌক্তিকতা ও বাস্তবতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ