নজরুল বিশ্ববিদ্যালয়ে কোটার সাক্ষাৎকার শুরু ২৪ জুলাই

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ এ, বি ও সি ইউনিটে কোটাধারী শিক্ষার্থীদের আগামী ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। 

মঙ্গলবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৪, ২৫ ও ২৬ জুলাই যথাক্রমে এ, বি এবং সি ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রশাসনিক ভবনের নিচ তলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্টিং এবং দুপুর ১২.৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপাচার্যের অফিসকক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: বাংলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

মুক্তিযোদ্ধা (FFQ), ক্ষুদ্র নৃগোষ্ঠী/উপজাতি (SEQ), প্রতিবন্ধী (PDQ), পোষ্য (WQ), হরিজন ও দলিত গোষ্ঠী (HDQ) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সব প্রমাণপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। 

একইসাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং বিভাগসমূহের পছন্দক্রম তালিকাও সঙ্গে আনতে হবে।


সর্বশেষ সংবাদ