নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর সঞ্জয় মুখার্জী

সঞ্জয় কুমার মুখার্জী
সঞ্জয় কুমার মুখার্জী  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী।

সোমবার (১৭ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারি করে নিয়োগ প্রদান করা হয়।

আরও পড়ুন: কুবিতে ৬১ কোটি টাকার বাজেট পাস

নিয়োগপত্রে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

অন্যদিকে ভিন্ন দুই আদেশে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী তানজিরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ