কলেজ অধ্যক্ষের বাসায় আম পাড়তে গিয়ে কর্মচারীর মৃত্যু

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ   © ফাইল ছবি

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুকের বাসায় আম পাড়তে গিয়ে তার ব্যক্তিগত গাড়িচালক চুন্নু মিয়ার (৪২) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় দিকে অধ্যক্ষের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে ।

নিউমার্কেট থানার ওসি জানান, লাশটি এখন ময়নাতদন্তে আছে, এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরও পড়ুন: পাকার আগেই লিচু খেয়ে ফেলছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা, নিচ্ছেন বাসায়ও

নিহত চুন্নু মিয়া অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, আমগাছ থেকে যেন শিক্ষার্থীরা আম পাড়তে না পারেন; সেজন্য অধ্যক্ষ তার কর্মচারীদের দিয়ে নিয়মিত সকল ফল সংগ্রহ করতেন।

শিক্ষার্থী আসিফ আলী ভুঁইয়া বলেন, প্রিন্সিপাল প্রফেসর গোলাম ফারুক সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে সবসময় অসৌজন্যমূলক আচরণ করতেন। আজকের এই তাজা প্রাণ আমাদের চুন্নু ভাই (পেশায় তিনি ড্রাইভার) আর আমাদের মাঝে নেই। আমরা খুবই মর্মাহত।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ মো. গোলাম ফারুক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আম নিয়ে আমার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের এমন অভিযোগ মিথ্যা। চুন্নু নিজের ইচ্ছাতে আম পাড়তে গাছে উঠেছিল। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা মর্মাহত। সে আমার ব্যক্তিগত গাড়িচালক ছিলো। আমরা তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।


সর্বশেষ সংবাদ