ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের
- টিটিসি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ PM
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সরকারি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে ফুলেল এই শ্রদ্ধা-জ্ঞাপন অর্পণ করা হয়েছে। কলেজ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ, গ্রিন ভয়েজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শাখা ও সাবেক ছাত্রনেতারা।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক বলেন, দেশের সকল আন্দোলন-সংগ্রাম, ইতিহাস-ঐতিহ্য অবদান রয়েছে ছাত্রসমাজের। মাতৃভাষার আন্দোলনেও বিরাট ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে সেসব বীর শহীদদের স্মরণ করেছি আমরা।
আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সংঘর্ষ
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ গোলাম ফারুক, পুরুষ হল সুপার সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন মিয়া, ছাত্রীনিবাস হলের সুপার সহযোগী অধ্যাপক কামরুন নাহার ,কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান,সাধারণ সম্পাদক মাসুম রানা বাবু, সহ-সভাপতি শিব্বির আলম মনির, ফেরদৌস বুলবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জমান,জাফরুল সরদার, সহ কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
এছাড়া বিভিন্ন অধ্যাপক, সহযোগী অধ্যাপকরা ও কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।