ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রাসেল-নাহিদ

ইবির সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটির নেতৃত্বে দিদারুল ইসলাম ও নাহিদূর রহমান
ইবির সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটির নেতৃত্বে দিদারুল ইসলাম ও নাহিদূর রহমান  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। এতে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সভাপতি এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তারা আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সাবেক সভাপতি আল-আমিন মিলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। 

আরও পড়ুন: বাবাকে হত্যা করে রুয়েটের সাবেক শিক্ষার্থীর আত্মসমর্পণ

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আবু সোহান, তাজমুল হক, আবদুল্লা আল ফহমি, তপন চন্দ্র বর্মণ, প্রতাপ পাল ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মুনতাকিমুর রহমান, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন। 

এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক রাসেল মহাজন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল বারি শরীফ এবং আইন সম্পাদক আবদুল্লাহ আল কাফি।

কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে আছেন সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষক ড. জাহাঙ্গীর আলম, ড. শেখ শাহিনুর রহমান, ড. সুতাপ কুমার ঘোষ, রবিউল ইসলাম, শিমুল রায় ও খাইরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ