কুবির ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার ষষ্ঠ পর্যায়ের কার্যক্রম আগামী ২০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে ২১ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

যে সকল আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে ২০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে ২১ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।

এছাড়াও ২০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা এবং ২১ ও ২২ ডিসেম্বর সকাল ৯ টা হতে সন্ধ্যা ৬ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে।

কুবির ষষ্ঠ মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

 


সর্বশেষ সংবাদ