ইবিতে পোষ্য কোটায় ভর্তি সাক্ষাৎকার ৯ ডিসেম্বর

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর প্রথম বর্ষে ভর্তিতে কোটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য কোটার ভর্তিচ্ছুদের আগামী ১৯ ডিসেম্বর ছাত্র উপদেষ্টার অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এবং পোষ্য কোটায় ভর্তি কমিটির সচিব চন্দন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোষ্য কোটায় ভর্তিচ্ছুদের প্রত্যয়নপত্রসহ আগামী সোমবার সকাল ১০ টায় স্বশরীরে ছাত্র উপদেষ্টার রুমে উপস্থিত হতে হবে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিও আবেদনের স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে।

উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস বলেন, শুধু পোষ্য কোটায় ভর্তিচ্ছুদের আহবান করা হয়েছে। প্রতিবন্ধী কোটাসহ অন্যান্য কোটার আলাদা কমিটি আছে। কমিটি মিটিং করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।


সর্বশেষ সংবাদ