‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ যবিপ্রবি ইউনিটের নতুন কমিটি গঠন

মো: সজিবুর রহমান ও  বিল্লাল হোসাইন
মো: সজিবুর রহমান ও বিল্লাল হোসাইন  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের শাখা ইউনিটের নতুন কমিটি গঠিত হয়েছে। এ ইউনিটের নেতৃত্বে কো-অর্ডিনেটর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: সজিবুর রহমান ও জয়েন্ট  কো-অর্ডিনেটর গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসাইন। 

শনিবার (১০ ডিসেম্বর) দ্যা হাঙ্গার প্রজেক্টের যশোর রিজিওনের একাউন্টস অফিসার অধিস দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক(০১) বছর মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন এর সাথে নবগঠিত কমিটি শুভেচ্ছা বিনিময় করে।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করবে বিএনপি

কমিটির অন্যরা হলেন, জয়েন্ট কো-অর্ডিনেটর বিল্লাল হোসেন, সানজিনা হক, অফিস এন্ড অর্গানাইজেশন সেক্রেটারি রুহুল আমিন, ফিন্যান্স সেক্রেটারি মোঃআবু রায়হান,পাবলিসিটি এন্ড পাবলিকেশন এটিএম মাহফুজ, কম্পিটিশনাল সেক্রেটারি আশিক রহমান, ওয়ার্কশপ সেক্রেটারি শেখ সাদী, সাইন্স সেক্রেটারি সাগর শিল, ডে সেলিব্রেশন সেক্রেটারি  আবির হাসান রাসেল, স্টুডেন্ট ডেভেলপমেন্ট সেক্রেটারি রামিসা ফারিহা,কালচারাল এন্ড স্টাডি সার্কেল সেক্রেটারি রাইসা হাসান। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন, জুয়েল রানা, তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আবদুল আহাদ সৈকত, সোহানুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, রকিবুল হাসান রকিব, মোতালেব হোসাইন, মোঃ মেহেদী হাসান, শান্তা আফরিন রিতু, সালেহীন আদিব, তানজিলা হোসাইন বৈশাখী, ফারহানা বেগম সোহানা।

আরও পড়ুন: সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির

প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে পরিচালিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। এর প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।     

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর অন্যতম উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের অবসর সময়ে সমাজ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করবে এবং উল্লেখযোগ্য অবদান রাখবে, যার মাধ্যমে একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যত সৃষ্টি হবে। বর্তমানে সারাদেশে এক লক্ষাধিক ছাত্র-ছাত্রী ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের প্রচেষ্টাকে সামাজিক আন্দোলনে পরিণত করার কাজে যুক্ত রয়েছে।


সর্বশেষ সংবাদ