শিক্ষকদের সময়মতো ক্লাসে না আসাও দুর্নীতি: ঢাকা কলেজ অধ্যক্ষ

ঢাকা কলেজে দুর্নীতিবিরোধী র‍্যালি
ঢাকা কলেজে দুর্নীতিবিরোধী র‍্যালি   © টিডিসি ফটো

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষকরা যদি ক্লাসে সময়মতো উপস্থিত না হয় অথবা নিয়মিত পাঠদানে আগ্রহী না হয় তবে সেটি দুর্নীতি। আবার শিক্ষার্থীরাও যদি নিয়মিত ক্লাস-পরীক্ষা অংশগ্রহণ না করেন সেটি ও দুর্নীতি বলে মন্তব্য করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজে নৈতিকতা কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী র‍্যালি শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি। র‍্যালিটি কলেজের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে মিরপুর রোড ঘুরে পুনরায় কলেজে এসে শেষ হয়।  

এতে কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, বিএনসিসি, রোভার স্কাউটস্ ও রেড ক্রিসেন্ট সদস্যরা সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ১২ প্যাকেট গাঁজাসহ রাবির চার শিক্ষার্থী আটক

সমাবেশে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষেরই ধারণা হলো দুর্নীতি বলতেই শুধুই অর্থলোপাঠ অথবা এ সংক্রান্ত কিছু বোঝায়। অথচ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির সুযোগ রয়েছে। সেজন্য সবাইকে দুর্নীতি প্রতিরোধে সমানভাবে কাজ করতে হবে যাতে করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি সম্ভব হয়।

তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্নীতি দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে পিছিয়ে দেয়। সেজন্য দুর্নীতি প্রতিরোধে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। একইসাথে সমাজ ও দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

অধ্যক্ষ আরও বলেন, দেশের অগ্রযাত্রা এবং উন্নয়নে ছোট থেকে বড় সবাইকেই সমানভাবে অংশীদার হতে হবে। যদি দুর্নীতির পরিধি ও পরিমাণ ব্যাপক আকারে বৃদ্ধি পায় তবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের উন্নয়ন বাঁধা প্রাপ্ত হবে। আর প্রত্যেক নাগরিকেরই নিজের জায়গা থেকে রাষ্ট্রের প্রতি বেশ কিছু দায়বদ্ধতা  রয়েছে। সেসব দায়বদ্ধতার জায়গায় যদি নাগরিকরা নিশ্চুপ থেকে দায়িত্বশীলতার পরিচয় না দেয় তবেই ঘাটতি শুরু হয়। আর এই ঘাটতিই পরবর্তীতে বৃহৎ আকার ধারণ করে রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। 

কখনো কখনো অতিরিক্ত দুর্নীতির ফলে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে বড় ধরণের শূন্যতার সৃষ্টি হয়। যার ফলে একটি সুন্দর রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার,  নৈতিকতা কমিটির সদস্য সচিব ড. আবু সিনা ছৈয়দ তারেক, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিম সহ ঢাকা কলেজের নৈতিকতা কমিটির সদস্যরা।


সর্বশেষ সংবাদ