বিসিএসের ক্যাডার, নন-ক্যাডার পছন্দ ও সুপারিশ একসঙ্গেই

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৫তম বিসিএস থেকে ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার পদও বেছে নিতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য একসঙ্গে সুপারিশেরও উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগ বিধিমালা সংশোধন করে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন-ক্যাডারেও পছন্দ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, আগামী নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি হতে পারে। চাকরিপ্রার্থীরা বর্তমানে শুধু পছন্দের ক্যাডার পদ দিতে পারেন। নন-ক্যাডারে নিয়োগ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আসা তালিকার ভিত্তিতে।

পিএসসির একজন সদস্য জানিয়েছেন, নন-ক্যাডারে নিয়োগে যে শূন্য পদগুলো সামনে থাকে, মেধাতালিকা অনুসারে সেসব পদে নিয়োগ দিয়ে থাকি। পরে পিএসসির কাছে অনেক সময় ভালো পদে নিয়োগের তালিকা আসে। 

তিনি বলেন, পরের তালিকায় নন-ক্যাডার প্রার্থীরাও মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের চেয়ে ভালো পদ পান। এতে বৈষম্য হয়। পিএসসিরও কিছু করার থাকে না। এ কারণে নন-ক্যাডারেও পছন্দের পদের তালিকা নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে পিএসসি নন-ক্যাডারের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তাঁরা এ নিয়ে কাজ শুরু করেছেন। 

আরো পড়ুন:  ৩৭ হাজার টাকা বেতনে চাকরি দেবে এনসিসি ব্যাংক

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, শূন্য পদের তালিকা আগেই আসুক। তাহলে প্রার্থীরা ঠিক করবেনতিনি নন-ক্যাডারের কোন পদে চাকরি পেতে চান। কেউ নন-ক্যাডারের চাকরি করতে না চাইলে সে অপশনও রাখা হবে। যোগ্য প্রার্থী মেধায় এগিয়ে থেকেও ভালো পদ পাবেন না, আবার পিছিয়ে থেকেও আকর্ষণীয় পদ পাবেন, এই বৈষম্য রাখতে চাই না।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, নিয়োগবিধি অনুসরণ করে ভবিষ্যতে ক্যাডার ও ননক্যাডার পদে একসঙ্গে সুপারিশ করার পরিকল্পনা করা হয়েছে। বিসিএসের বিজ্ঞপ্তি জারির সময় পরীক্ষার্থীদের ক্যাডার ও ননক্যাডার পদে আগ্রহী থাকার বিষয়টি উল্লেখ করতে হবে। ৪৫তম বিসিএস থেকে এটি চালু করার চিন্তা করা হচ্ছে।

নতুন সিদ্ধান্তে নন-ক্যাডারের জন্য অপেক্ষায় থাকা প্রার্থীদের ক্ষতির সুযোগ নেই জানিয়ে সোহরাব হোসাইন বলেন, ৪৫তম বিসিএসে শুধু শূন্য পদের তালিকা আমলে নেওয়া হবে।আগের শূন্য পদের তালিকা বিবেচ্য হবে না। সেগুলো অপেক্ষমাণ থেকে পূরণ করা হবে।

আগামী নভেম্বরের মধ্যে ৪০তম বিসিএস ননক্যাডার সুপারিশ সম্পন্ন করে ৪৫তম’র বিজ্ঞপ্তি জারি করা হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, এর আগে ননক্যাডার শূন্য পদ যত আসবে, সবই ৪০তম বিসিএস থেকে সুপারিশ করা হবে।


সর্বশেষ সংবাদ