৪৩তম বিসিএসে পরীক্ষার হলে যায়নি প্রায় ১ লাখ ২১ হাজার প্রার্থী

  © সংগৃহীত

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১৯ মার্চ) দেশের আট অঞ্চলে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে তিন লাখ ২১ হাজার ৫৭২ জন। অর্থাৎ পরীক্ষার অংশগ্রহণ করেনি ১ লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন এবং অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৫৭২ জন। অনুপস্থিত ছিল ১ লাখ ২১ হাজার ২৬০ জন। পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে, পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল আগামী ৩ মাসের মধ্যে দেয়া হবে। এছাড়াও একই দিনে একই সময়ে সকল চাকরির পরীক্ষা নেয়া হলে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্থ হন বলে মন্তব্য করেন তিনি। তাই তিনি আহ্বান জানান, এ বিষয়টি সমন্বয় করে পরীক্ষার রুটিন ভিন্ন ভিন্ন সময়ে করা উচিত।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৯৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ওই বিসিএসসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল তিন লাখ চার হাজার ৯০৭ জন। অর্থাৎ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করেও অংশগ্রহণ করেনি ৯৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।


সর্বশেষ সংবাদ