৪৩তম বিসিএসের ক্যাডার, নন-ক্যাডার নিয়োগ সুপারিশ এ সপ্তাহেই

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪৩তম বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগের সুপারিশ চলতি সপ্তাহে করা হবে। ক্যাডার, নন-ক্যাডার মিলিয়ে এই বিসিএসের মাধ্যমে ৩ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে।

রোববার (২৪ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৩তম বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডারের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। খাতা স্ক্রিনিংয়ের কাজও প্রায় শেষ দিকে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন নিয়োগ সুপারিশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ চলতি সপ্তাহে করা হবে। এজন্য বন্ধের দিনও কাজ করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে একসঙ্গে এই বিসিএসের নিয়োগ সুপারিশ করা হবে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৩তম বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডারের নিয়োগ সুপারিশের কার্যক্রম একদম শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি চলতি সপ্তাহে এই বিসিএসের নিয়োগ সুপারিশ করা যাবে।’

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ সুপারিশের কথা জানিয়েছে পিএসসি।


সর্বশেষ সংবাদ