আমেরিকান দূতাবাসে বছরে ১৪ লাখ টাকা বেতনে চাকরি

ঢাকাস্থ আমেরিকান দূতাবাস
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস  © সংগৃহীত

ঢাকাস্থ আমেকিকান দূতাবাসে আকর্ষণীয় বেতনে ফ্রড ইনভেস্টিগেটর পদে আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করেছে মার্কিন দূতাবাস। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফ্রড ইনভেস্টিগেটর;
পদসংখ্যা: অনির্দিষ্ট;
নিয়োগের ধরন: স্থায়ী;
মাসিক বেতন: ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা;
কর্মঘণ্টা: সপ্তাহে ৫ দিন (সপ্তাহে মোট ৪০ ঘণ্টা);
ডেডলাইন: ১৭ সেপ্টেম্বর;

কাজের ধরন: ফ্রড তদন্তকারীদের ভিসা ও পাসপোর্ট প্রতারণার তদন্ত করতে হয়। তদন্তের সব কাজ সম্পাদন করা, প্রতারণা প্রতিরোধ সম্পর্কিত মামলা বিশ্লেষণ ও ট্র্যাকিং করা, এবং কনসুলার ননইমিগ্রেন্ট ভিসা (এনআইভি), ইমিগ্রেন্ট ভিসা (আইভি), ও আমেরিকান সিটিজেন সার্ভিসেস (এসিএস) অপারেশনের সমর্থন প্রদান করাই এই পদের প্রধান দায়িত্ব। অন্যান্য কনসুলার সেকশন ইউনিটগুলোকেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করতে হয় এ পদের কর্মীদের।

অভিজ্ঞতা: প্রশাসন, ব্যবস্থাপনা, আইন, পুলিশ তদন্ত, দাবি তদন্ত, প্রতারণা শনাক্তকরণ, ভিসা বা পাসপোর্ট উৎপাদন—এগুলো সব বা কোনো একটি ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান, কলা, বা বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে (যুক্তরাষ্ট্রের সমতুল্য দুই বছরের কলেজ বা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন);

দরকারি কাগজপত্র 
*রেসিডেন্সি পারমিট থাকতে হবে;
*কাজের অনুমতিপত্র;
*ডিগ্রি (ট্রান্সক্রিপ্ট নয়); 
*পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি;

আবেদন যেভাবে: এখানে ক্লিক করে ওপরে বাঁয়ে থাকা APPLY TO THIS VACANCY বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

ঠিকানা: ইউএস অ্যাম্বেসি, গেট নম্বর-১, মাদানি অ্যাভেনিউ, বারিধারা, ঢাকা।

আবেদনের নিয়ম, বেতনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে ক্লিক করে। অথবা, যোগাযোগ করতে পারবেন DhakaRecruitment@state.gov ঠিকানায়।  


সর্বশেষ সংবাদ