আমেরিকান দূতাবাসে বছরে ১৪ লাখ টাকা বেতনে চাকরি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ PM
ঢাকাস্থ আমেকিকান দূতাবাসে আকর্ষণীয় বেতনে ফ্রড ইনভেস্টিগেটর পদে আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করেছে মার্কিন দূতাবাস। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফ্রড ইনভেস্টিগেটর;
পদসংখ্যা: অনির্দিষ্ট;
নিয়োগের ধরন: স্থায়ী;
মাসিক বেতন: ১ লাখ ১৪ হাজার ৮০০ টাকা;
কর্মঘণ্টা: সপ্তাহে ৫ দিন (সপ্তাহে মোট ৪০ ঘণ্টা);
ডেডলাইন: ১৭ সেপ্টেম্বর;
কাজের ধরন: ফ্রড তদন্তকারীদের ভিসা ও পাসপোর্ট প্রতারণার তদন্ত করতে হয়। তদন্তের সব কাজ সম্পাদন করা, প্রতারণা প্রতিরোধ সম্পর্কিত মামলা বিশ্লেষণ ও ট্র্যাকিং করা, এবং কনসুলার ননইমিগ্রেন্ট ভিসা (এনআইভি), ইমিগ্রেন্ট ভিসা (আইভি), ও আমেরিকান সিটিজেন সার্ভিসেস (এসিএস) অপারেশনের সমর্থন প্রদান করাই এই পদের প্রধান দায়িত্ব। অন্যান্য কনসুলার সেকশন ইউনিটগুলোকেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করতে হয় এ পদের কর্মীদের।
অভিজ্ঞতা: প্রশাসন, ব্যবস্থাপনা, আইন, পুলিশ তদন্ত, দাবি তদন্ত, প্রতারণা শনাক্তকরণ, ভিসা বা পাসপোর্ট উৎপাদন—এগুলো সব বা কোনো একটি ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান, কলা, বা বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে (যুক্তরাষ্ট্রের সমতুল্য দুই বছরের কলেজ বা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন);
দরকারি কাগজপত্র
*রেসিডেন্সি পারমিট থাকতে হবে;
*কাজের অনুমতিপত্র;
*ডিগ্রি (ট্রান্সক্রিপ্ট নয়);
*পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি;
আবেদন যেভাবে: এখানে ক্লিক করে ওপরে বাঁয়ে থাকা APPLY TO THIS VACANCY বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
ঠিকানা: ইউএস অ্যাম্বেসি, গেট নম্বর-১, মাদানি অ্যাভেনিউ, বারিধারা, ঢাকা।
আবেদনের নিয়ম, বেতনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে ক্লিক করে। অথবা, যোগাযোগ করতে পারবেন DhakaRecruitment@state.gov ঠিকানায়।