ইলেক্ট্রনিক ডিভাইসের জন্য ইউএসবি সি চার্জারকে কমন স্ট্যান্ডার্ড ঘোষণা করলো ইইউ

ইউএসবি সি চার্জিং
ইউএসবি সি চার্জিং  © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব স্মার্টফোন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য ইউএসবি সি চার্জারকে কমন স্ট্যান্ডার্ড ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ইউরোপীয় কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে ইইউতে ‘ইউএসবি-সি’কে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য কমন স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। অর্থাৎ-সব ধরনের নতুন ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য একই চার্জার। এর সঙ্গে থাকবে দ্রুত চার্জিং প্রযুক্তি। এর ফলে ই-বর্জ্য কমবে এবং ‘দুঃখিত, আমার কাছে সঠিক ক্যাবল নেই’ এমন কথাও শুনতে হবে না।

প্রায় এক দশকের বেশি সময় ধরে সর্বজনীন মানের জন্য দাবি তুলে আসছেন ইউরোপীয় রাজনীতিবিদরা। ওই দাবি বাড়তি গতি পেয়েছে ইউরোপিয়ান কমিশনের গবেষণা থেকে। গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি বছর শুধু ইউরোপেই নষ্ট ও ফেলে দেওয়া চার্জিং কেবল থেকে ১১ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়।

এর আগে ২০২১ সালের দিকে সব ডিভাইসের জন্য একই প্রযুক্তিগত মান নিশ্চিত করতে নতুন আইনের প্রস্তাব করে ইউরোপিয়ার কমিশন (ইসি)। সব স্মার্টফোন এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য সর্বজনীন চার্জিং প্রযুক্তির প্রস্তাব করে তারা।

প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপিয়ার ইউনিয়ন বাজারের সব স্মার্টফোনে ইউএসবি-সি চার্জিং সুবিধা থাকতে হবে। 

তবে এই প্রস্তাবের বিরোধিতা করে অ্যাপল বলছে, উদ্ভবনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এতে। লাইটনিং চার্জিং পোর্টের মূল নির্মাতা অ্যাপল। প্রতিষ্ঠানটির তৈরি আইফোনগুলোতেও তাদের নিজস্ব ‘লাইটনিং কানেক্টর’ ব্যবহৃত হয়।


সর্বশেষ সংবাদ