ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি হলেন অধ্যাপক কামরুল আহসান

অধ্যাপক কামরুল আহসান
অধ্যাপক কামরুল আহসান  © সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুল আহসান। গতকাল (১৪ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ তাকে নিয়োগ দেন। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএপিতে যোগদানের আগে অধ্যাপক কামরুল আহসান আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে অধ্যাপক আহসান ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়ার অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার বিভিন্ন পদে ৩১ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

অধ্যাপক আহসান যুক্তরাজ্যের বামিংহাম ইউনিভার্সিটি থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়ালস-এ ডক্টর অব ফিলোসফি অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন- ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে বিপরীত মেরুতে শিক্ষামন্ত্রী-ভিসিরা

অধ্যাপক আহসান ইউনিভার্সিটি অব টেকনিক্যাল মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের একজন অন্যতম সদস্য যিনি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহের গুণগতমান নিশ্চয়তা প্রকল্পে কাজ করছেন। এছাড়া, তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে গবেষণা ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম বাস্তয়বায়নে স্টিয়ারিং কমিটির একজন সমন্বয়কারী।

অধ্যাপক আহসান যুক্তরাষ্ট্রের একজন ফুলব্রাইট স্কলার। তিনি একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে-বিদেশের বিভিন্ন পেশাজীবি সংগঠনের একজন সক্রিয় সদস্য।


সর্বশেষ সংবাদ