ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

  © ফাইল ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ- ইন্ডিয়া পলিসি ল্যান্ডস্কেপ উইথ স্পেশাল ফোকাস অন এমার্জিং টেকনোলজিস’।

আজ শনিবার সকালে এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী। আন্তর্জাতিক এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী(এমপি)। উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি- এ কে এম রহমাতুল্লাহ, প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ শাহ আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.ইমতিয়াজ আহমেদ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুয়ারেন্স সেল এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রধান স্বাগত বক্তব্য দেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে, রোল অব টেকনোলজি ইন প্রোমটিং ডিস্টেন্স এর উপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রাহমান। ইনকর্পোরেটিং ডিজিটাল টেকনোলজিস এর উপর পত্রিকা উপস্থাপন করেন সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্টের পরিচালক, সহকারী অধ্যাপক জনাব আনিসুর রহমান।

আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত ও বাংলাদেশ থেকে প্রায় ৯০০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করছেন।


সর্বশেষ সংবাদ