এআইইউবির এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন

  © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স ২০২৪ এ বেস্ট মডেল ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছে। এই স্বীকৃতি এআইইউবির উচ্চমানের শিক্ষা প্রদান, গুণগত মান রক্ষায় অঙ্গীকার এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।

উল্লেখ্য যে, ২০১৬ সালে ফিজি দ্বীপপুঞ্জের নাদি শহরে অনুষ্ঠিত এপিকিউএন আন্তর্জাতিক সম্মেলনে এআইইউবি প্রথমবারের মতো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সেরা মডেল ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিভার্সিটি হিসেবে স্থান লাভ করে। এছাড়া, ২০২৩ সালে বাংলাদেশে এপিকিউএন একাডেমিক কনফারেন্স (এএসি) আয়োজনের মাধ্যমে এআইইউবি এই অঞ্চলে গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রচারে নেতৃত্ব দিয়েছে, যা এআইইউবির বৈশ্বিক মান ও উৎকর্ষতা রক্ষার দৃঢ় প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

এআইইউবির এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নেতৃত্বকেই নয়, বরং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করে, যার ফলশ্রুতিতে শিক্ষার গুনগত মান, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতা রক্ষায় এআইইউবির অগ্রণী ভূমিকা প্রতীয়মান।


সর্বশেষ সংবাদ