মানারাত ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনার
সেমিনার  © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রসপেক্ট অব লার্নিং চাইনিজ ল্যাঙ্গুয়েজ : ক্যারিয়ার অ্যান্ড হায়ার স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোবিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়টির গুলশান ক্যাম্পাসের সেমিনার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান। 

সেন্টার ফর জেনারেল এডুকেশন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে এ সেমিনার আয়োজন করে। সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সিজিইডির সহযোগী অধ্যাপক ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান বলেন, আজকের গোটা বিশ্বটাকেই একটি বিশ্বগ্রাম বলা হয়। এ গ্রামে টিকে থাকতে হলে একে অপরকে চিনতে হবে। এ চেনার প্রধান মাধ্যমই হলো ভাষা। তাই যে যত বেশি ভাষা জানবে সে তত বেশি সফল হবে। ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি সব ক্ষেত্রেই তার গ্রহণযোগ্যতা থাকবে সর্বোচ্চ। 

প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে গত ২৬ জুলাই কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সিআইইউডি) মাঝে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। চু্ক্তি অনুযায়ী সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) তত্ত্বাবধানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করবে কনফুসিয়াস ইনস্টিটিউট।


সর্বশেষ সংবাদ