ভর্তি ফি’তে ৫০ শতাংশ ও টিউশন ফি’তে বিশেষ ছাড়ে স্টামফোর্ডের ভর্তি মেলা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ০১ জুন ২০২৪, ০৭:৫৭ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভর্তিমেলা সামার-২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ভর্তিমেলা কমিটির কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.আহমদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ৩ জুন পর্যন্ত ভর্তিমেলা অব্যাহত থাকবে। মেলা উপলক্ষ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি ফির উপর ৫০ শতাংশ ছাড় ও টিউশন ফির উপর ১০ শতাংশ (প্রথম সেমিস্টার) ছাড়সহ আকর্ষণীয় উপহার।