নিপাহ ভাইরাসে ৪ জেলায় ৫ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ PM
দেশে ৪ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইইডিসিআর মিলনায়তনে নিপাহ ভাইরাসবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
তিনি বলেন, 'দেশে চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এদের মধ্যে দুজনের বয়স ৩৮ বছর, মেয়ে শিশুটির বয়স ৩ বছর, ছেলে শিশুর বয়স ৬ বছর, একজনের বয়স ২৫ বছর।'
তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত খেজুরের রসের মাধ্যমেই বাংলাদেশে এ রোগ ছড়াচ্ছে বলে দেখা গেছে। তাই শীতের সময় খেজুরের রস ও বাদুড়ে খাওয়া ফল এড়িয়ে যেতে হবে। আক্রান্ত রোগীকে সেবা দেয়ার ক্ষেত্রেও সাবধানতা ও স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে।'
আইইডিসিআর এর তথ্যমতে, '২০০১ সালে প্রথম মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০০৩ সালে শনাক্ত হয় নওগাঁয়। তবে পরের বছরই সবচেয়ে বড় প্রাদুর্ভাব শনাক্ত হয় ফরিদপুর জেলায়। সেখানে শনাক্ত ৩৫ জনের মধ্যে মৃত্যু হয় ২৭ জনের। বাংলাদেশে গত ২৪ বছরে ৩৩টি জেলায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে ৪১টি।'