তিস্তা ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী রংপুর বইমেলা শুরু কাল

মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে চার দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা-২০২৪’।

আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রংপুর নগরীর টাউন হল চত্বরে এই বইমেলার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার। মেলা চলবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।

‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা-২০২৪’ আয়োজন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়টির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক আফিফা ইশরত চেতনা জানান, ‘চার দিনব্যাপী বইমেলা প্রতিদিন (২১-২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনীর মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।’

মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে চার দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা-২০২৪’।

আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রংপুর নগরীর টাউন হল চত্বরে এই বইমেলার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার। মেলা চলবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।

‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা-২০২৪’ আয়োজন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়টির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক আফিফা ইশরত চেতনা জানান, ‘চার দিনব্যাপী বইমেলা প্রতিদিন (২১-২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনীর মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।’

তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন বলেন, ‘তিস্তা ইউনিভার্সিটি প্রথমবারের মতো বইমেলার আয়োজন করতে যাচ্ছে। বইমেলা শুধু বই মেলা নয়, লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলা। আগামী ২১-২৪ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঐতিহাসিক টাউন হল চত্বরে এই বইমেলা সকলের প্রাণের মেলায় পরিণত হবে এটাই প্রত্যাশা।’

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪(মঙ্গলবার) মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটি,রংপুর  নামের নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন ও পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাময়িক অনুমতি পেয়েছে।


সর্বশেষ সংবাদ