বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্টামফোর্ডের ৪৬ শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ AM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ PM
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং ২০২৪- এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন বিভাগের মোট ৪৬ জন শিক্ষক স্থান পেয়েছেন।
সম্প্রতি ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ এ প্রকাশিত তালিকায় ২১৯টি দেশের ২২ হাজার ৭৬৭ টি প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪৩ হাজার ৯৩ জন গবেষক তালিকাভুক্ত হয়েছেন। বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ হাজার ৩৩ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর গবেষকদের তালিকায় শীর্ষ ১৫ জনের মধ্যে ক্রমান্বয়ে রয়েছেন ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, কমল কান্ত দাস, অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার, অধ্যাপক মো: শহীদুল কবির, ড. তামান্না জেরিন, ড. ফারহানাজ ফিরোজ, নাজমা পারভীন, মো: মামুনুর রশীদ এবং নাজনীন আলম।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান তালিকায় অর্ন্তভুক্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আমাদের বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিয়ে থাকে। কারণ একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের পাঠদান করানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত।
উল্লেখ্য, ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের গবেষকদের ছয় বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে থাকে।