এআইইউবি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন উড়লো আকাশে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইইবি) ক্যাম্পাসে অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) এর প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন ‘আকাশবাণী ভি-১’ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এক আয়োজনের মাধ্যমে এটির উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
এ উন্মোচন অনুষ্ঠানে এআইইউবির শিক্ষক-শিক্ষার্থী, এইআরডির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইইবি) এবং ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি২এ২১) এর সহযোগিতায় এই আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন উন্মোচনের মাধ্যমে বায়ুমন্ডলের তথ্য উপাত্ত সংগ্রহ, আবহাওয়ার এবং জলবায়ু পূর্বাভাস সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানিয়েছে, এআইইউবি এবং এইআরডি এই ধরনের পরীক্ষামূলক গবেষণা করতে পেরে গর্বিত। আর ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের গবেষণার পরিকল্পনা রয়েছে।