মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১০:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১০:৩৮ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৩৫ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং ৪৩ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. নারগিস সুলতানা চৌধুরী বিদায়ী ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যত জীবনে সফল হতে হলে তোমাদেরকে সমায়য়ানুবর্তীতা, মূল্যবোধ, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহনশীলতা এ সব গুণের অধিকারী হতে হবে। তাহলেই তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে।
তিনি আরও বলেন, সবাইকে প্রথম হতে হবে এমন না। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মতো মানুষ হওয়াই বড় কথা। প্রথম হওয়া, মেধাবী হওয়া বা অসাধারণ গুণ সম্পন্ন হওয়া যাকে আমরা এক্সট্রা অর্ডিনারি বলি- এগুলো আল্লাহর একটা রহমতের ব্যাপার।
রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন বলেন, মানারাতের ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে দেশে-বিদেশে আমাদের দেশের ফার্মেসি শিল্প আরও বিকাশিত হবে বলে আশা করছি। বাংলাদেশে বিদেশ থেকে অর্থ আনয়নের ক্ষেত্রে বর্তমানে গার্মেন্টসের পরে ফার্মেসি শিল্প ভূমিকা রাখছে।
ফার্মেসি বিভাগের প্রভাষক ববি আক্তার বিথির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সিজিইডির কো’অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন। এসময় ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন-সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও নবাগত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস। ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে এ নিয়ে উৎসবের আমেজ বিরাজ করে।