ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে স্টেট ইউনিভার্সিটিতে কর্মশালা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৩ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর প্রচার এবং জনসংযোগ বিভাগের আয়োজনে ‘২১ শতকের জন্য সফট স্কিল এবং ইন্ডাস্ট্রি ৪.০’ ও ‘মানুষ ব্যবস্থাপনা, কর্পোরেট যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা’ শিরোনামে দুইদিন ব্যাপী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনামূলক কর্মশালা ‘ক্যারিয়ার বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৭ আগস্ট রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যান, সিভি ও কভার লেটার তৈরি, চাকরি বিষয়ক পোর্টাল, ইমেইল বা হার্ড কপিতে চাকরির আবেদনের পদ্ধতি, সাক্ষাৎকার কৌশল এবং চাকরির খোঁজ-খবরের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া একবিংশ শতাব্দীতে কর্পোরেটগুলিতে প্রয়োজনীয় কার্যকর সফট স্কিল এবং যোগাযোগের বিভিন্ন কৌশল ও বৈশিষ্ট্য নিয়ে আলচনা করা হয় যাতে করে শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুরাদ হোসেন, প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও বোর্ড সচিব, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ ও লায়লা নাজনীন, প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা, স্টার সিনেপ্লেক্স।
এতে সেশন পরিচালনা করেন এসইউবির প্রচার এবং জনসংযোগ বিভাগের পরিচালক অসীম ভাটনাগার। ব্যবসায় শিক্ষা, ইংরেজি ও খাদ্য প্রকৌশল এবং প্রযুক্তি বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ গ্রহন করে। এই ধরনের কর্মশালার আয়োজন স্নাতক শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।