অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি  © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে(এডাস্ট) মৌসুমী ফল উৎসব আয়োজন করেছে এগ্রিবিজনেস বিভাগ। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজার প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান।

ফল উৎসবকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর বলেন, মৌসুমী ফলে মৌসুমী রোগ-বালাইয়ের প্রতিষেধক থাকে প্রাকৃতিকভাবেই। আপনি যদি মৌসুমী ফল খান তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এককেজি বিদেশি ফল কেনার টাকায় আপনি অনায়াসে কয়েক কেজি দেশি ফল কিনতে পারবেন। দেশি ফলে পুষ্টিও পাবেন বেশি।

এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসুম আহমেদ ও কো-অর্ডিনেটর মো. মাসুদুল হাসান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগ্রিবিজনেস বিভাগের শিক্ষক সামিরা ইসলাম রেশমি, মো: মোশারফ হোসেন, মো: ওয়াহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষার্থীদের সহায়তায় উৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, সকল বিভাগের চেয়ারম্যান, কো-অডির্নেটের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

উল্লেখ্য, ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, পেয়ারাসহ প্রায় ১৩ প্রজাতির ফলের সমাহার ছিল। মৌসুমী ফলের স্বাস্থ্য উপকারীতা সম্পর্কে শিক্ষর্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশে প্রতি বছর এগ্রিবিজনেস বিভাগ এ উৎসব করে থাকে।


সর্বশেষ সংবাদ