স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটি
বাংলাদেশ ইউনিভার্সিটি  © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রায় দুই একর জমির ওপর নির্মিত এ ক্যাম্পাসে ২০১৫ সাল থেকে আংশিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, সুপ্রশস্ত অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, বিশাল খেলার মাঠসহ সব ধরণের সুযোগ-সুবিধা বিদ্যামান রয়েছে স্থায়ী ক্যাম্পাসে।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার বলেন, ‘যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্থায়ী ক্যাম্পাস বা অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিরলস পরিশ্রম করে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে না গেলে ছাড় নয়: ইউজিসি

তিনি বলেন, বর্তমানে সম্পূর্ণ শিক্ষাকার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের ফলে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence