ড্যাফাডিল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন বৃহস্পতিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ PM
আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ড্যাফাডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র চ্যান্সলর রাষ্ট্রপতি মো আবদুল হামিদর প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখন ভারতর হিমাচল প্রদেশের শালিনী বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফসর অতুল খাসাই।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখবন ড্যাফাডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
এবারর সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন গ্র্যাজুয়টকে ডিগ্রী প্রদান করা হবে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়টকে বিভিন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করা হব।